চঞ্চলা মায়ের পুজো উপলক্ষে জমজমাট মেলা

Просмотров: 18   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
প্রতিবছরের মতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের হোসেনপুর এলাকার চকবাকর গ্রামে শুরু হলোচঞ্চলা মায়ের পুজো।এই পুজো উপলক্ষে বসেছে তিন দিনব্যাপী বিরাট মেলা।জানা যায় প্রায় 300 বছর আগে এই এলাকা গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল সেই সময় এলাকার বাসিন্দা কেরানু বর্মণ নামে এক ব্যক্তি প্রথম মায়ের দর্শন পান। এবং মায়ের পুজো শুরু করেন। কালক্রমে সেই পুজো জনসাধারণের পুজোয় পরিণত হয়েছে। মা এখানে অষ্টভূজা, ঈদের বদলে মা এখানে ছিন্ন মস্তক অসুরের পিঠে এবং নিজের পিঠে অধিষ্ঠান করেন। এখানে প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয়। মা এখানে শাক্ত মতে পূজিত হন বলেএখানে বলি প্রথা ও রয়েছে। প্রতিবছর শতাধিক পাঠা বলি হয় এই মায়ের কাছে। গত দু'বছর করোনার সংকটের কারণেএই পুজো কিছুটা ম্লান হলেওকরোনার সংকট মৃত্যুই আবার দলে দলে সাধারণ মানুষ এই মায়ের দর্শনের ছুটে আসছেন। পুজো উপলক্ষে মেলা চলবে তিনদিনব্যাপী।
#dakhindinagpur #dolpurnima #bengalifestival
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  চঞ্চলা মায়ের পুজো উপলক্ষে জমজমাট মেলা - RusLar.Me