১. কলকাতা:-পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত
এবার ঊর্ধ্বগামী তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই উধাও হতে চলেছে শীতের আমেজেরও। বেলা গড়াতেই বাড়বে তাপমাত্রার পারদ। তবে পশ্চিমের কয়েকটি জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারের মতো বেজে গিয়েছে শীতের বিদায়ঘন্টা। বৃষ্টির ভ্রুকুটি কাটতেই পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত।
২. দিল্লি:-মার্চ মাসের প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হল মার্চ মাসের ছুটির তালিকা। মার্চ মাসের ছুটির তালিকা তালিকায় মোট ১৩ দিনের ছুটি দেখা গেছে। তাই মাসের প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় ছুটি পাবেন কর্মীরা। তবে এক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। তাই ব্যাঙ্ক সংক্রান্ত যেকোন কাজে মার্চ মাসে যাবার আগে এই ছুটির তালিকা অবশ্যই দেখে যাবেন।
৩. মুর্শিদাবাদ:-বনধের প্রভাব পড়ল না মুর্শিদাবাদে
বিজেপির ডাকা বাংলা বনধে সকালে কোন প্রভাব পড়ল না মুর্শিদাবাদের বহরমপুর সহ নানান প্রান্তে। সোমবার সকাল থেকে বহরমপুর সদর শহরের রাস্তা ঘাটে যান চলাচল ছিল স্বাভাবিক। এদিন সকালের ভাগিরথী এক্সপ্রেস এবং সরকারি ও বেসরকারি বাস ঠিক সময়েই চলে। এমনকি বহরমপুরে এখনো পর্যন্ত বিজেপির কোন লোককে রাস্তায় বনধের সমর্থনে নামতে দেখা যায়নি।
৪. শান্তিনিকেতন:-বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী
ফের ছাত্র ছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। অবিলম্বে হোস্টেল খুলতে হবে,অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, অবিলম্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবিতে প্রতিবাদ শুরু হয়। মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি হলে গেট টপকে পাঠভবনের ভিতরে ঢোকে পড়ুয়ারা, বন্ধ হয় নবম শ্রেণীর ক্লাস
৫. কলকাতা:-খাস কলকাতাতেই ব্যর্থ গেরুয়া শিবিরের বনধ
বিজেপির বনধ সফল করতে না দেওয়ার একটি ছবি ধরা পড়ল খাস কলকাতাতেই। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ আয়োজিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল কলকাতার বিধাননগরের আই,বি ব্লকের খেলার মাঠে। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
৬. ঘাটাল:-বনধের সমর্থনে বিজেপি কর্মীদের মিছিল
ঘাটালে বনধের সমর্থনে বিজেপি কর্মীদের মিছিল। বন্ধ করা হল দোকানপাট, ব্যাংক, ভাঙচুর করা হল যাত্রীবাহী বাসের কাঁচ। এমনকি ঘাটাল মহকুমা আদালতে সামনে ও দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে। পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
৭. আসানসোল:-বনধ বিরোধী মিছিল আসানসোলে
আসানসোলে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার উৎপল সিংহের নেতৃত্বে বনধ বিরোধী মিছিল করল তৃণমূল। এদিন এই মিছিল রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়ে বিএনআর মোড়, ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড়ে শেষ হয়েছে। এই মিছিলের মাধ্যমে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের তীব্র বিরোধিতা করেছেন।
৮. বালুরঘাট:-ফ্লাগ ফেস্টুন সরিয়ে দেওয়াল পরিস্কার তৃনমুলের নেতার
বালুরঘাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বালুরঘাট শহর যুব তৃনমুলের নেতা মহেশ পারেখ আজ সকাল হতেই তার এলাকার ও শহরের অনান্য এলাকার রাজনৈতিক ভোট প্রচারের অংগ হিসেবে থাকা ফ্লাগ ফেস্টুন সরিয়ে নিয়ে শহরকে আগের সৌন্দার্যায়নে ফিরিয়ে দেওয়ার কাজে ঝাপিয়ে পড়েন। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে তার নিজের এলাকা তো বটেই পাশাপাশি শহরের অন্য সব এলাকার দেওয়াল পরিস্কারের কাজে হাত লাগান।
৯. কলকাতা:-দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত মৃত আনিশের দেহ
কলকাতা আদালতের নির্দেশ মতো আজকে সকাল দশটার পরে সিটের হাতে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের জন্য তুলে দেওয়া হয় মৃত আনিশের দেহ। আজকে ১০টার সময় মৃতদেহ তোলার সিদ্ধান্ত থাকলেও জেলা বিচারকের দেরিতে আসার কারণে তা বিলম্বিত হয়। পরে বিচারক এলে মৃতদেহ তোলার প্রক্রিয়া শুরু হয়। দাদার উপস্থিতিতে সম্পূর্ণ হয় প্রক্রিয়া।
১০. কলকাতা:-দুপুর ১২-তেই বনধ প্রত্যাহার
দুপুর ১২-তেই বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির ডাকা যে বনধ বিকেল ৬টা পর্যন্ত চলার কথা ছিল, তা ৬ ঘন্টা আগেই প্রত্যাহার করার ঘোষণা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। তবে রাজ্য বিজেপি সভাপতির এই মতে সায় নেই বলে জানা গিয়েছে। এদিকে তৃণমূলের দাবি, রাজ্যের জনগণের কাছ থেকে সাড়া না পেয়েই আগেই বনধ প্রত্যাহার করে কিছুটা মুখ বাঁচানোর চেষ্টা করছেন শুভেন্দু।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: