গত মঙ্গলবার রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর আগুনে পুড়ে মৃত্যু হয়।রামপুরহাট কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। বিচারের স্বার্থে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে রাজ্য আর কোনও তদন্ত করবে না বলেও জানানো হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে এই ঘটনায় বুধবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল কলকাতা হাই কোর্ট। বিভিন্ন পক্ষের তরফ থেকে CBI তদন্তের দাবি জানানো হয়। বুধ ও বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেস ডায়েরি জমা করা হয় ও ঘটনাস্থলে CCTV ক্যামেরা লাগানো হয়।বৃহস্পতিবারই এই মামলার শুনানি শেষ হয়।
আজ, শুক্রবার রামপুরহাট-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ডিভিশন বেঞ্চ CBIকে দ্রুত তদন্তের নির্দেশ দেয়।রাজ্য যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। এই মামলায় সিট কোনও তদন্ত করতে পারবে না। এই মামলার সব তথ্য প্রমাণ CBI এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়।
#CBI #KolkataHighCourt #birbhumviolence
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: