১. কলকাতা:-চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত
চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। রবিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত, জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার সপ্তাহের শেষ দিনে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২. কলকাতা:-কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক
শনিবার সকালে গড়িয়াহাটে ১৯ নম্বর ডোভার টেরাসে আগুন লেগে পুড়ে গেল তিনটি দোকান। আপাতত ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখন নিয়ন্ত্রণে। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর যায় পুলিশ ও দমকলে। দমকল আসার আগেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক।
৩. মহিষাদল:-মর্মান্তিক ঘটনা
সাইকেল নিয়ে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। শনিবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদলের মহিষাদল-গেঁওখালী রাজ্য সড়কে মহিষাদল গার্লস কলেজের সামনে। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সায়ন্তনী বেরা। মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলে সে সপ্তম শ্রেণীতে পড়ত।
৪. দিল্লি :-গ্রেফতার এনামুল হক
CBI-র পর এবার গরু পাচার মামলায় এনামুল হককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে দিল্লির রাউজ অ্যাভিনিউ জেলা আদালতে এনামুলকে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রও গরু পাচার মামলায় অভিযুক্ত। ২০২০ সালের নভেম্বরে এনামুলকে গ্রেফতার করেছিল CBI। তার বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু চোরাচালান ব্যবসা চালানোর অভিযোগ আছে।
৫. বরানগর:-প্রচারে বেরিয়ে পড়লেন অপর্ণা মৌলিক
শনিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন বরানগর পৌরসভার বিদায়ী মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক। সঙ্গে ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক তাপস রায় ও কিংবদন্তি ফুটবলাররা। অপর্ণা মল্লিক চারবার বড়নগর পৌরসভার প্রতিনিধিত্ব করেছেন এবার তার পঞ্চম বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে।
৬. শান্তিনিকেতন:-ফের নিন্দায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে বারবার অধ্যাপক থেকে কর্মী সংগঠন সকলেই সরব হয়েছেন যে, তিনি প্রতিহিংসা পরায়ন ভাবে বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের সাসপেন্ড শোকজ করছেন। আর এবার ছাত্র আন্দোলনের জন্য বিশ্বভারতীর বুকে প্রথমবার ২৯ জন সিকিউরিটি কর্মীকে সাসপেন্ড করার ঘটনা ঘটল বিশ্বভারতীর বুকে। যা নিয়ে নিন্দায় সরব সকলেই।
৭. তুফানগঞ্জ:-তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম সরকারের সমর্থনে কর্মি সভা অনুষ্ঠিত
তুফানগঞ্জ শহরের ১ নং ওয়াডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম সরকারের সমর্থনে কর্মি সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গীরিন্দ্র নাথ বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ চেয়ারম্যান পার্থপ্রতিম রায় উপস্থিত আছেন উদয়ন গুহ, কমলেশ অধিকারি, বিনয় কৃষ্ণ বর্মন ও অন্যাঅন্য নেতৃত্ব বৃন্দ।
৮. সিউড়ি:-ডেউচা-পাচামিতে আদিবাসীদের অবস্থান কর্মসূচি
সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রামে ডেউচা-পাচামি কয়লা খনি প্রকল্পের সমর্থনে অনুষ্ঠিত হল আদিবাসীদের অবস্থান কর্মসূচি। উপস্থিত রয়েছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাধিক মানুষ। এছাড়াও উপস্থিত রয়েছেন সিউড়ি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম ও স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: