দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 01-03-2022

Просмотров: 7   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-রাত পোহালেই রাজ্যের ১০৭ পুরসভার ভোট গণনা

রাত পোহালেই রাজ্যের ১০৭ পুরসভার ভোট গণনা। বুধবার পুরভোটের গণনা পর্ব নির্বিঘ্নে সেরে ফেলতে তৎপর কমিশন। ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সব জায়গায় থাকবে ত্রিস্তরীয় সুরক্ষা ব্যাবস্থা। এবারে ১০৮টি পুরসভায় ভোটগ্রহণের ব্যবস্থা করে রাজ্য নির্বাচন কমিশন। গত রবিবার রাজ্যের ১০৭টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়।


২. কলকাতা:-কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তার মধ্যে পুরভোটে দুটি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুনর্নির্বাচন হচ্ছে শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মাহেশ কলোনি যুব কিশোর সঙ্ঘের ৭ নম্বর বুথ ও দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের লেক পয়েন্ট স্কুলের ৪ নম্বর বুথে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। গত রবিবার রাজ্যের ১০৭টি পুরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


৩. শান্তিনিকেতন:-হামাগুড়ি দিয়ে বেরনোর চেষ্টা করলেন বিশ্বভারতীর রেজিস্টার

পড়ুয়াদের ঘেরাওয়ের মধ্যেই হামাগুড়ি দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেন বিশ্বভারতীর রেজিস্টার। পাল্টা পড়ুয়ারাও শুয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। নিরাপত্তা কর্মী ও রেজিস্টারের সঙ্গে ধস্তাধস্তি হল ছাত্র ছাত্রীদের। তবে দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালাবে বলে স্পষ্ট জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা।


৪. বেলুড়:-দীর্ঘ ২ বছর পর স্বাভাবিক নিয়মে খুলছে বেলুড় মঠ

দীর্ঘ ২ বছর পর এবার রামকৃষ্ণ জন্মজয়ন্তীতে স্বাভাবিক নিয়মে খোলা থাকছে বেলুড় মঠ। এবার করোনা বিধি মেনে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে এবছর সাধারণ উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে না। গত প্রায় দু’বছর করোনার কারণে বেলুড় মঠে উৎসবের দিনগুলিতে প্রবেশ করতে পারেননি ভক্তরা।



৫. শান্তিনিকেতন:-অসন্তোষ ছড়াল বিশ্বভারতীর অধ্যাপকদের মধ্যেও

মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। এদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অধ্যাপক অধ্যাপিকা ও আধিকারিক কর্মীরা এসে উপস্থিত হলেও তাদের কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলত, বন্ধ হয়ে গিয়েছে বিশ্বভারতীর সমস্ত ধরনের কাজকর্ম।


৬. বীরভূম:-সকাল থেকে ভক্তের ঢল জেলার বিভিন্ন মন্দিরে

মহা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও সকাল থেকে ভক্তের ঢল নেমেছে জেলার বিভিন্ন মন্দিরগুলিতে। গঙ্গায় জল ভরে পায়ে হেটে মন্দিরে মন্দিরে জল ঢালতে রওনা দেন ভক্তরা। মহাশিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামে আগত পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

৭. খারকিভ:-প্রথম ভারতীয়ের মৃত্যু রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে

এই প্রথম রাশিয়া ইউক্রেনের সংঘাতে প্রাণ গেল কোনও ভারতীয়ের। খারকিভে রুশ সেনা সোমবার টানা শেলিং ও মিসাইল হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে খারকিভে উপস্থিত এক ভারতীয় ছাত্রের মিসাইলের আঘাতে মৃত্যু হয়েছে বলে খবর। মৃত ওই ছাত্রের নাম নভীন। বেঙ্গালুরুর বাসিন্দা সে।


৮ . মানিকচক:-সারাদিন এবং রাত ধরে চলবে জল ঢালার পালা

শিবের মাথায় জল ঢালার জন্য বাসন্তী রঙের পোশাক পড়ে পুরুষ এবং মহিলারা মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা দেন মানিকচক ঘাটের উদ্দেশ্য। সেখানে স্নান করে গঙ্গা জল নিয়ে তারা পৌঁছাবেন অমৃতি শিব মন্দিরে। মঙ্গলবার সকালে কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ আবার বাস বা অন্যান্য গাড়ির ছাদে বসে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেন।



৯. জলপাইগুড়ি:-দুইদিন ব্যাপী আদিবাসী উৎসব

সোমবার বিকেলে মাল ব্লকের মীনগ্লাস চা বাগানের ফুটবল ময়দানে দুইদিন ব্যাপী রাজ্যস্তরের চা ও আদিবাসী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বরাইক। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা।


১০. নলপুর:-খড়গপুর শাখায় রেল অবরোধ

ট্রেন রোজ দেরিতে চলায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশন এর কাছে স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেন। তাদের দাবি সময় মতন ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে নলপুর স্টেশন সহ বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়ে।


১১. জলপাইগুড়ি:-নয়নজলিতে উল্টে গেল বাশ বোঝাই লরি

সাতসকালেই বানারহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটা ডিমডিমা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে উল্টে গেল বাশ বোঝাই লরি। গুরুতর আহত হয়েছেন দুইজন। পুলিশকে খবর দেওয়া হলে ছুটে আসে বিরপাড়া থানার পুলিশ আধিকারিকরা।
#newsbuleting #newsexpress #speednews

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 01-03-2022 - RusLar.Me