জাল তুলতেই অবাক মৎস্যজীবী, বিরল প্রজাতির রংবেরঙের মাছ

Просмотров: 9   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
প্রতিদিনের মতোই জাল পেতেছিলেন নানা ধরনের মাছের জন্য। কিন্তু জাল তুলতেই অবাক মৎস্যজীবী। জালে আটকে এক বিরল প্রজাতির মাছ। কোনওদিন চোখে না দেখা এই মাছ নিয়ে কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না তিনি। ভয়ে-ভাবনায় একশেষ তিনি। মাছটিকে আবার জলে ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। রবিবার নামখানা রাধানগর ডীঙ্গল পোতা এলাকায় ঘটে এই ঘটনা।

প্রতিদিনের মতো রবিবার সকালেও নামখানা রাধানগর ডীঙ্গল পোতা এলাকায় খালে স্থানীয় এক মৎস্যজীবী ইলিশ জাল বসায়। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন জালে আটকেছে কোনও মাছ। আশা-ভরসায় জাল তুলতেই অবাক তিনি। জালে আটকে একটি রংবেরঙের বিরল প্রজাতির অচেনা মাছ। প্রথম অবস্থায় মাছটিকে আবার জলে ছেড়ে দেওয়ার কথা ভাবলেও পরে স্থানীয় মানুষজনের কথায় সেটিকে বাড়িতে নিয়ে আসেন।

তাঁর জালে এই বিরল প্রজাতির মাছ পড়ার খবরে শোরগোল পড়ে যায় স্থানীয় এলাকায়। সেই মাছ দেখার জন্য এলাকার মানুষজন ভিড় করতে থাকে তাঁর বাড়িতে। খবর দেওয়া বনদপ্তরেও। পরে বনদপ্তরের লোকজন এসে মাছটিকে নিয়ে যায়।

স্থানীয় মানুষের বক্তব্য, এই ধরনের মাছ এর আগে এই এলাকায় কারও নজরে পড়েনি। টিভির পর্দায় নানা ধরনের মাছ দেখতে পেলেও চোখের সামনে এই প্রথম বিরল প্রজাতির মাছ দেখতে পেয়ে অবাক হওয়ার পাশাপাশি উচ্ছ্বসিতও এলাকার মানুষজন।


#fish #fishrecipe #Rarespeciesoffish

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  জাল তুলতেই অবাক মৎস্যজীবী, বিরল প্রজাতির রংবেরঙের মাছ - RusLar.Me