দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 16-03-2022

Просмотров: 8   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-বসন্তের মধ্যেই বাড়ছে গরম

আর ২ দিন পরই দোল উৎসব। বসন্তের মধ্যেই বাড়ছে গরম। উত্তর পশ্চিমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। একটাই সুখবর, রঙের উৎসবে ভিজতে হবে রঙেই, বৃষ্টির জলে নয়! আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই দেশে।

২. কলকাতা:-ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার

ইউক্রেন ফেরত পড়ুয়াদের পরবর্তী পড়াশোনার জন্য পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পড়ুয়া সকলেরই এখান থেকে পড়াশোনার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। অল্প খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের মুখ থেকেই সরাসরি তাদের দুঃস্বপ্নের দিনগুলির কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়।


৩. বাঁকুড়া:-মৃতের আঙুল থেকে গায়েব মহামূল্যের আংটি

মৃতের আঙুল থেকে গায়েব মহামূল্যের আংটি। বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আংটি চুরির অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। পরে চাপে পড়ে মহামূল্যের আংটি ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৪. বারুইপুর:-মদ্যপান করতে করতে হঠাৎ ঘটল বিপত্তি

মঙ্গলবার রাতে বারুইপুর থানার অন্তর্গত উত্তর রানা বেলিয়াঘাটাতে রথীন গায়েনের বাড়িতে হচ্ছিল মনসা গানের আসর। আর তার পোলট্রি ফার্মে চলছিল দেদার মদ্যপান। কিন্তু, মদ্যপান করতে করতে হঠাৎ করেই জল শেষ হয়ে যায়। আর তার পরেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, মদ্যপান করার সময়ে জল শেষ হয়ে যাওয়ায় পোলট্রি ফার্মের পাশে পড়ে থাকা একটি বোতলের কীটনাশককে জল ভেবে মদের সাথে মিশিয়ে খেতে শুরু করে ওই যুবকের দল।

৫. জলপাইগুড়ি:-সন্তানকে বাঁচাতে চিতা বাঘের সাথে লড়াই

সন্তানকে বাঁচাতে চিতা বাঘের সাথে লড়াই! শেষ পর্যন্ত সন্তানকে রক্ষা করলেও চিতা বাঘের হামলায় গুরুতর জখম হলেন বাবা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা মডেল ভিলেজ এলাকায়। জানা যাচ্ছে, বামনডাঙ্গার হাতি লাইনের বাসিন্দা সুরজ লোহার সাইকেলে চেপে ছেলেকে নিয়ে নাগরাকাটা থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় আচমকাই পেছন থেকে হামলা চালায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

৬. কালিয়াগঞ্জ:-চলন্ত ট্রেনের ইঞ্জিনের তলায় চাপা পড়েও প্রাণে বাঁচলেন বৃদ্ধ

নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনে চাপা পড়া এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের অফিসার খাদিমুল ইসলামের নেতৃত্বে সিভিক ভলান্টিয়ার টিম। মঙ্গলবার কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকার মুখে শ্রীমতি রেলসেতুর কাছে রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনে চাপা পড়ে এক বৃদ্ধ। ট্রেন চালকের সহযোগিতায় এই বৃদ্ধকে জীবিত অবস্থায় ইঞ্জিনের তলা থেকে বেড় করে আনে ট্রাফিক পুলিশ কর্মীরা।

৭. সুন্দরবন:-ম্যানগ্রোভ রক্ষা করতে এগিয়ে এল কুলতলির বিধায়ক

সুন্দরবনের রক্ষাকর্তা ম্যানগ্রোভ এখন ধ্বংসের মুখে। ম্যানগ্রোভ কে রক্ষা করতে এগিয়ে এল কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল। কুলতলির বিভিন্ন নদী উপকূলবর্তী এলাকাগুলিতে নিজে হাতে ম্যানগ্রোভ চারা রোপন করল বিধায়ক ও স্থানীয় পুলিশ প্রশাসন। কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল জানান, ম্যানগ্রোভই পারে সুন্দরবনের মানুষকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।

৮. বাঁকুড়া:-বিয়ের আসরে হানা দিয়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

বিয়ের আসরে হানা দিয়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের পালিত বাগান এলাকায়। বিয়ের আসরে গিয়ে পুলিশ ও চাইল্ড লাইনের আধিকারিকরা দুপক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে। পাত্রীর ১৮ বছর পূর্ণ হলে তারপর বিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয় দুপক্ষই।

৯. মালদা:-শ্বাসরোধ করে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

রাস্তা ও সীমানা প্রাচীর দেওয়া কে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে বিবাদ। আর এই বিবাদের জেরে ভাই কে বাঁশ দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল সৎ-দাদার বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের সোনাকুলে মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম জাহাঙ্গীর আলম(৫২)। ওই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

১০. দুর্গাপুর:-মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত শিক্ষক

মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বুধবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলকার MAMC টাউনশীপের রাস্তায় আচমকা মৌমাছি তার উপর আক্রমণ করে। অন্যদিকে, মোটর সাইকেলে বসে থাকা অপর এক শিক্ষক হেলমেট পড়ে থাকায় কোন মতেই রেহাই পান।
#newsexpress #newsbuleting #newsexpress
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 16-03-2022 - RusLar.Me