অঙ্গ দান, জীবন দান। অনেকদিন আগেই ভেবেছিলেন পরিবারের কর্তা। চেয়েছিলেন মরোণোত্তর নিজের অঙ্গ দান করে সকলকে উৎসাহিত করতে। যে কোন কারণেই হোক, তা সম্ভব হয়নি। বাবার ইচ্ছা পূরণ করলেন ছেলে। বাবা তো চেয়েছিলেন নিজে সেই মহৎ কাজটি করবেন। কিন্তু ছেলে নজির সৃষ্টি করলেন। শুধু নিজেই নয়, পরিবারে প্রায় ৫০ জনকে নিয়ে এগিয়ে এলেন এই কাজে।
মানব দেহের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া বা মাটিতে পুঁতে দিয়ে মানব দেহের অঙ্গ নষ্ট করে দেওয়া হয়। বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা বেশ উন্নত। মানব দেহের অঙ্গ নিয়ে অনেকের দেহে প্রতিস্থাপন করে অসুস্থ মানুষদের সুস্থ করে তোলা হচ্ছে। সরকার বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মরণোত্তর অঙ্গদানের প্রচার চালিয়ে যাচ্ছে। আগের থেকে মানুষ অনেকটাই সচেতন। তাই মৃত্যুর আগেই তারা মানব দেহের অঙ্গদানের অঙ্গীকার করে যাচ্ছেন।
এমনই একটি ছবি ধরা পড়ল মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামে। গ্রামের মহাপাত্র পরিবারের বর্তমান সদস্য ১১০ জন। পরিবারের কর্তা রবীন্দ্রনাথ গজেন্দ্র মহাপাত্র পরলোক গমন করেছেন। তাঁহার ইচ্ছা ছিলো মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করার। কিন্তু তা করা সম্ভব হয়নি। তবে বাবা বা দাদুর আশা পূরণ করতে শনিবার মহাপাত্র পরিবারে ৫০ জন একসঙ্গে মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেন।
পরিবারের এক সদস্যের কথায় ...
প্রয়াত রবীন্দ্রনাথবাবুর ১৩ জন ছেলে মেয়ে। তাদের ছেলে মেয়ে মিলে বর্তমানে ১১০ জন সদস্য। পরিবারে কিছু সদস্য বাইরে থাকায় অনেকেই ইচ্ছা প্রকাশ করলেও অঙ্গীকারবদ্ধ হতে পারেনি। ১৮ বছরের নার্সিং পড়ুয়ারার পাশাপাশি ৭৩ বছরের দাদু ঠাকুমারাও অঙ্গীকারবদ্ধ হন এদিন।
বাড়ির এক কন্যা বলেন,
বাবা বা দাদুর আশা পূরণ করতে পেরে খুশি রবীন্দ্রনাথবাবুর ছেলে মেয়ে থেকে নাতি নাতনিরা। মহাপাত্র পরিবারের এই অঙ্গীকার গ্রাম বাংলার বহু মানুষকে এগিয়ে আসতে সহায়তা করবে বলে আশা এই পরিবারের মানুষজনের।
#Organdonation #selfdonation #mahisadal
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: