১. কলকাতা:-শীতের আমেজ কার্যত গায়েব
কয়েকদিন আগে পর্যন্ত শহর কলকাতায় সকালের দিকে ছিল হালকা শীতের আমেজ। কিন্তু, ভোরের দিকে সেই শীত শীত ভাব কার্যত গায়েব। বাড়ছে গরম। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবারের থেকে মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২. দিল্লি:-করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে ভারত
ক্রমেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে এগিয়ে চলেছে ভারত। কড়া বিধিনিষেধ এবং টিকাকরণে জোর দিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সংক্রমণের গ্রাফ। কমেছে অ্যাকটিভ কেসও। তবে এখনও খানিকটা চিন্তায় রাখতে মৃত্যুহার।
৩. তমলুক:-তেল ভর্তি লরি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
তমলুক শহর থেকে গত ২৮ ফেব্রুয়ারি সোয়াবিন তেল ভর্তি লরি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্প্রতি সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি তমলুক শহরের পদুমবসান এলাকায়। রাজেশ ঘোষ ওরফে লাল্টু ওই লরির খালাসী। বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের সন্তু মুখার্জি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার গোপালপুর গ্রামের শেখ রাজেশ, ও কাঁথি থানার দারুয়া সংলগ্ন শেখ কামু।
৪. বীরভূম:-ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল বীরভূমবাসী
ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল বীরভূমবাসী। স্বামীর ইচ্ছের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষায় বসার কারণেই নির্মম শাস্তি পেল এক ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তার দিকে অ্যাসিড ছুঁড়ল স্বামী। আর তাতেই পড়ুল পরীক্ষার্থীর মুখ ও হাত। আশঙ্কাজনক অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার গোপালপুর এলাকায়।
৫. মালদা:-ধর্ষণের অভিযোগ উঠল দুই দেওয়ের বিরুদ্ধে
মঙ্গলবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় নিজের বৌদিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল দুই দেওয়ের বিরুদ্ধে। ধর্ষিতা গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত নরেন পরামানিক ও সুরেন প্রামানিকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
৬. ভগবানপুর:-বিদ্যুতপৃষ্ঠ হয়ে মৃত সিভিক ভলেন্টিয়ার
ভগবানপুর থানার দ্বারিমারাতে গতকাল রাতে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। অভিযানের সময় বাড়ির ছাদে উঠে গেলে, ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতপৃষ্ঠ হয় ওই সিভিক ভলেন্টিয়ার। এর পরেই পুরো এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
৭. বর্ধমান:-বড়সড় প্রতারণা চক্রের হদিস
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও বর্ধমান শহরে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড়সড় প্রতারণা চক্রের হদিস পেল জেলা পুলিশ। বর্ধমানের একটি নার্সিংহোমের ড্রয়ার থেকে একসঙ্গে উদ্ধার হল কয়েকশো স্বাস্থ্য সাথী কার্ড। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ খোদ অভিযানকারী পুলিশ আধিকারিকদের। এত কার্ড কিভাবে নার্সিংহোমে এল তার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
৮. শিলিগুড়ি:-শীলার কোল আলো করে জন্ম নিলো পাঁচ সন্তান
শীলার কোল আলো করে জন্ম নিলো পাঁচ সন্তান। শীলা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী। ১০ মার্চ রাতে সাফারি পার্কের এনক্লোজারে সুস্থভাবেই শীলা জন্ম দেয় পাঁচ সন্তানের। বর্তমানে সন্তান সহ সুস্থই রয়েছে রয়াল বেঙ্গল টাইগার শীলা। নতুন অতিথির আগমনে আনন্দে মশগুল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
৯. পূর্ব মেদিনীপুর:-হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার অচৈতন্য দেহ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সজালপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক ব্যাক্তির অচৈতন্য দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপর খবর দেওয়া হয় কাঁথি থানায়। পুলিশ এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে কাঁথি মাজনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: