দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 25-02-2022

Просмотров: 10   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
1) কলকাতা:-রাজ‍্য জুড়ে বৃষ্টির তান্ডব

শীতের শেষেই বর্ষার আমেজ রাজ্যের বিভিন্ন জেলায়। পূর্বাভাষ অনুয়ায়ী গতকাল, বৃহস্পতিবারই রাজ্যের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির তান্ডব দেখা যায়। আজ, শুক্রবার সকাল থেকেই আকাশের মুখভার রাজ্যের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

2) দিল্লী:-করোনা থেকে মুক্তির পথে ভারত

করোনা থেকে মুক্তির পথে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ। প্রায় গোটা দেশ স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার পরও নিয়মিত কমছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কমছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে সবকটি পরিমাপকই বলছে করোনার তৃতীয় ধাক্কা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছে ভারত।

3) তমলুক:-বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রচারে ঝড় তৃণমূলের

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন রয়েছে। আজ তমলুকের শেষদিনের প্রচারে ঝড় তুললো তৃণমূল। শাসক দল রাজ্য সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলি যেমন- লক্ষ্মীর ভান্ডার,সবুজ সাথী, স্বাস্থ্য সাথী,কন্যাশ্রী সহ রাজ্য সরকারের প্রকল্পগুলি প্রতীকী তৈরি করে ভোটারদের সামনে যাচ্ছে।

4) আসানসোল:-আসানসোলে শপথ মেয়র, ডেপুটি মেয়রদের

শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবনে শপথ নিলেন পুরসভার 106 টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলররাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় সহ আসানসোলের বিশিষ্ট ব্যাক্তিরা। শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছিল শহর আসানসোলের প্রানকেন্দ্র বিএন আর মোড় সংলগ্ন এলাকা।

5) কলকাতা:-ইউক্রেনে আটক পশ্চিমবঙ্গবাসীদের জন‍্য কন্ট্রোলরুম

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। সেইসঙ্গে উদ্বেগে রয়েছে ভারত, কারণ সেদেশে আটকে একাধিক ভারতীয়।কিয়েভে যারা আটকে রয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবার তাঁদের জন্য খোলা হল কন্ট্রোল রুম।সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে এই কন্ট্রোল রুম।

6) বোলপুর:-সিবিআই তলব এড়ালেন অনুব্রত মণ্ডল

গরু পাচারকাণ্ডে নয়া মোড়, ফের তলব এড়ালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, ফের একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ালেন তৃণমূলের এই দাপুটে নেতা। প্রসঙ্গত, শুক্রবার কলকাতার নিজাম প্যালেসে গরু পাচারকাণ্ডের তদন্তের স্বার্থে অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল।

7) তমলুক:-লরির ধাক্কায় সাইকেল আরোহী ছাত্রের মৃত‍্যু

তমলুক থানার শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর এগ্রিকালচার হাইস্কুলের দুই ছাত্র বাড়ি থেকে সাইকেল করে স্কুল যাওয়ার পথে রাস্তায় ওই সাইকেল-আরোহী দুই ছাত্রকে ধাক্কা মারে লরি।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও আহত একজন। মৃত ছাত্রের নাম রিতেশ হাইৎ, নবম শ্রেণীর ছাত্র। ও আহত আরও এক একাদশ শ্রেণির ছাত্র । দুর্ঘটনার পর দ্রুত নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে।

8) ক্যানিং:-ট্রাক্টর থেকে পড়ে মৃত‍্যু চালকের

চাষের জমি চাষ করতে গিয়ে মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। মৃত ব্যক্তির নাম গৌতম রায় বয়স 32।জানা গিয়েছে,একটি হ্যান্ড ট্রাক্টর নিয়ে চাষের কাজ করার সময় আচমকা পা পিছলে ট্রাক্টর এর মধ্যে ঢুকে যায় চালক। তড়িঘড়ি ওই ট্রাক্টর চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহাকুমার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টার চিকিৎসার পর তার মৃত্যু হয়।

9)শেষদিনে জমজমাট প্রচারে বিভিন্ন দল

পুর নির্বাচনের প্রচারের শেষদিনে আজও জমজমাট সব দলের প্রচারকাজ। বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি আজও সকাল থেকেই প্রচারে দেখা যাচ্ছে বেশ কিছু রাজনৈতিক হেভিওয়েটদের। বিকাল ৫টায় প্রচার কাজ শেষ হওয়ার আগেই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী-কর্মীরা।

10)কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির সুপ্রিম ধাক্কা

কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি। পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি হাই কোর্টের পর খারিজ করে দিল সুপ্রিম কোর্টও। ফলে আগামী রবিবার, রাজ্যের ১০৮টি পুরসভায় রাজ্য পুলিশ নিয়ে ভোট করাতে কোনও অসুবিধা থাকল না রাজ্য নির্বাচন কমিশনের।

#newsbuleting #newsexpress #speednews #news #bangladesh


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 25-02-2022 - RusLar.Me