রাজ্যজুড়ে চলছে মহা শিবরাত্রি, জেলার মন্দিরগুলিতে ভক্তদের ঢল

Просмотров: 23   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
মহা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও সকাল থেকে ভক্তের ঢল নেমেছে জেলার বিভিন্ন মন্দিরগুলিতে। গঙ্গায় জল ভরে পায়ে হেটে মন্দিরে মন্দিরে জল ঢালতে রওনা দেন ভক্তরা।

মহাশিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামে আগত পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এদিন সকাল থেকেই কার্যত জনজোয়ার দেখা গিয়েছে মন্দির চত্বরে। পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। মন্দিরে আগত এক দর্শনার্থীর কথায় ....

অন্যদিকে, প্রতিবছরের মতো এবছরও সকাল থেকে মালদহ তথা পার্শ্ববর্তী জেলা ও ভিন্ন রাজ্যের প্রায় লক্ষাধিক ভক্ত ভিড় জমাচ্ছেন গঙ্গার ঘাটে।মঙ্গলবার সকালে কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ আবার বাস বা অন্যান্য গাড়ির ছাদে বসে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেন। মালদা জেলার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় শিব মন্দির প্রাঙ্গণে বহুদিন ধরে হয়ে আসছে শিবরাত্রি উপলক্ষে জমজমাট মেলা। আলকাপ, কীর্তন, পঞ্চরস সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে।শিব ভক্তরা মানিকচক ঘাটে গঙ্গা স্নান করে বাসন্তী রঙের পোশাক পড়ে পুরুষ এবং মহিলারা পায়ে হেঁটে পৌঁছান অমৃতি শিব মন্দিরে। মালদার পাশাপাশি কোচবিহারের রাজবাড়ী শিব মন্দিরে ভক্তদের ঢল মহা শিবরাত্রি তে শিবলিঙ্গে জল ঢেলে মানত করছেন ভক্তবৃন্দরা।

এছাড়াও, রাঢ় বাংলার অতি প্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দির। শিবরাত্রির সকাল থেকে ভিড় সেরকম না থাকলেও বেলা বাড়তে ভিড় বাড়তে থাকে। কয়েক হাজার মানুষের সমাগম হতে থাকে। রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা কাঁকসা থানার পুলিশের। দুপুর হতেই প্রচন্ড ভিড় বাড়ায় যানজট দেখা দিচ্ছে। ভক্তরা আসছেন শিবের মাথায় জল ঢালছে এবং বিভিন্ন মান করছেন। কথিত আছে মানত করলে বাবা ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা। রাঢ়েশ্বর মন্দিরের শিবপুজোয় উপস্থিত অমিত বাবুর কথায়....


বলা বাহুল্য, তিথি নক্ষত্র অনুসারে নিয়ম মেনে উপোস করে গঙ্গা স্নান সেরে পুজো দেন ভক্তরা। সকাল থেকে মন্দিরে ভক্তরা নিষ্ঠা সহকারে শিব লিঙ্গের মাথায় জল ঢেলে জগতের মঙ্গল কামনা করেন।

#shivaratti #district #shivpuja

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  রাজ্যজুড়ে চলছে মহা শিবরাত্রি, জেলার মন্দিরগুলিতে ভক্তদের ঢল - RusLar.Me