যুদ্ধবিধ্বস্থ দেশ থেকে বাড়ি ফিরে নিশ্চিন্ত..কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মাড়গ্রামের ডাক্তারি পড়ুয়া

Просмотров: 13   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
যুদ্ধবিধ্বস্থ ইউক্রেন থেকে বহু কাঠ-খড় পুড়িয়ে দেশে ফিরে এসেছেন রাজ্যের বিবিন্ন প্রান্তের ডাক্তারির
পড়ুয়ারা...পশ্চিমবঙ্গ থেকেও বহু ছাত্র-ছাত্রী ডাক্তারি পড়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তবে আদৌ ভবিষ্যৎ-তে
তারা সেখানে গিয়ে আবার পড়াশোনা শেষ করতে পারবেন কিনা..সেটাই এখন ভাবাচ্ছে তাঁদের। সেই পড়ুয়াদের
মধ্যেই একজন মাড়গ্রামের হাজাম পাড়ার ডাক্তারি পড়ুয়া সবনাম বেগম।সবনাম ইউক্রেনের খারকিব ইন্টারন্যাশনাল
মেডিকেল অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি তে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া। চলতি মাসের ১৪ই ফেব্রুয়ারি ভারত থেকে
রওনা দিয়েছিল ডাক্তারি পড়ার উদ্দেশ্যে ইউক্রেনে, কিন্তু পড়াশোনা শুরু হতেই সে দেশের সঙ্গে যুদ্ধ বাধে রাশিয়ার।
কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বেশকিছু দিন আটকে থাকার পর অবশেষে রোমানিয়া বর্ডারে এসে পৌঁছতে পারে সে এবং
তাঁর অন্যান্য সহপাঠীরা। তারপর ভারতীয় এমব্যাসির সহায়তায় নিরাপদ ভাবে মঙ্গলবার ভোররাতে বাড়ি ফিরতে
পেরেছে সে। তাকে ফিরে পেয়ে খুশি তাঁর মা-বাবা সহ গোটা পরিবার। সবনম জানান,


মেয়ে বাড়ি ফেরায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে শবনমের মা এবং বাবা| মিশন গঙ্গার মাধ্যমে ইউক্রেন থেকে
বিমানে দমদম বিমানবন্দরে নামে সবনম।


কিন্তু বাড়ি ফিরে এসেও চিন্তা কিছু কমেনি। কারণ সে প্রথম বর্ষের ছাত্রী। এরপর তাঁর ডাক্তারি পড়ার কী হবে তা
নিয়ে চিন্তায় সে এবং তাঁর পরিবার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, যেভাবে তাঁরা
তাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন সেইভাবেই যেন তাদের পড়াশোনার বিষয়টিকেও চিন্তা
ভাবনা করে দেখে সরকার।
ব্যুরো রিপোর্ট...রেবেল ইন্ডিয়া ডট লাইভ
#ukraine #students #Bomblast

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  যুদ্ধবিধ্বস্থ দেশ থেকে বাড়ি ফিরে নিশ্চিন্ত..কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মাড়গ্রামের ডাক্তারি পড়ুয়া - RusLar.Me