১৭ দেশের মধ্যে মাথাপিছু খাবারের ব্যয় সবচেয়ে বেশি বাংলাদেশে #world #gk #gdp

Просмотров: 80, 773   |   Загружено: 1 год.
icon
Data Explanation
icon
703
icon
Скачать
iconПодробнее о видео
১৭টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি সবচেয়ে কম, ৭ হাজার ৮০৫ ডলার। অথচ ওই ১৭ দেশের মধ্যে সবচেয়ে বেশি মাথাপিছু খরচ করেন বাংলাদেশের নাগরিকেরা, যার পরিমাণ ৯২৪ ডলার। এই হিসাব ২০২২ সালের। তবে এখানে ২০২১ সালের ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) অনুসারে ডলারের হিসাবে ধরা হয়েছে।

এই তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য ১৬টি দেশ হলো, ইরান, ভারত, লাওস, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, আলজেরিয়া, ভিয়েতনাম, তিউনিসিয়া, বলিভিয়া, মরক্কো, ইরাক, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ব্রাজিল, জর্ডান ও দক্ষিণ আফ্রিকা।

এসব দেশের মধ্যে খাবারের পেছনে সবচেয়ে কম মাথাপিছু খরচ হয় ইরানে। দেশটির নাগরিকেরা খাবারের জন্য বছরে মাথাপিছু ৪৩৫ ডলার খরচ করেন। মাথাপিছু খাবারের খরচে ইরানের পরেই রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটির নাগরিকেরা বছরে ৪৯৭ ডলার খরচ করে খাবারের পেছনে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার নাগরিকদের বার্ষিক মাথাপিছু খরচ হয় ৫৮৮ ডলার।

অন্য দেশগুলোতে বছরে মাথাপিছু খাবার ব্যয় এ রকম—ভিয়েতনামে ৬৫৫, ইরাকে ৭৯৫, ইন্দোনেশিয়ায় ৮৩৪, কলম্বিয়ায় ৮৭৪, ব্রাজিলে ৮৮২ ও দক্ষিণ আফ্রিকায় ৯১৭ ডলার।

সূত্র : প্রথম আলো



Highly Recommended :






❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayer!

Thanks for watching.
LIKE
COMMENT
SHARE
#countries #top10 #shorts #

Похожие видео

Добавлено: 56 год.
Добавил:
  © 2019-2021
  ১৭ দেশের মধ্যে মাথাপিছু খাবারের ব্যয় সবচেয়ে বেশি বাংলাদেশে #world #gk #gdp - RusLar.Me