দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 03-03-2022

Просмотров: 10   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-রাজ্য থেকে বিদায়ের পথে শীত

রাজ্য থেকে বিদায়ের পথে শীত। ভোরের দিকে হালকা ঠাণ্ডার রেশ থাকলেও বেলা বাড়তেই উধাও সেই আমেজ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দিনের বেলায় গরম এবং রাতে ঠান্ডা আবহাওয়া থাকবে শহরে ও শহরতলিতে। তবে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।


২. দিল্লি :-বঙ্গবাসীর কাছে সুখবর

বঙ্গবাসীর কাছে সুখবর। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন গোটা বাংলা। তবে শুধু বাংলাই নয়, তৃতীয় দফায় করোনা ভাইরাসের ধাক্কা সামলে সুস্থতার পথে দ্রুত এগোচ্ছে দেশ। সপ্তাহের মধ্যভাগে আরও নিম্নমুখী কোভিড গ্রাফ। দেশে কমল মহামারীর সংক্রমণ ও মৃত্যু। মহামারীর কবল থেকে বেরিয়ে দ্রুত সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। সেই কারণে কোভিডবিধি অনেকটাই শিথিল করা হয়েছে রাজ্যে। এবার চিকিৎসকদের ক্ষেত্রেও সেই নিয়মের বাঁধন আলগা হল।


৩. দুর্গাপুর:-ইউক্রেন থেকে দুর্গাপুর ফিরল আরও ৩ ভারতীয় পড়ুয়া

রণভূমি ইউক্রেন থেকে বুধবার দুর্গাপুরের মাটিতে পা রাখল জিনাত আলম, নেহা খান,বিপাশা সাউ। বোমা গুলি আর মৃত্যু-মিছিল যুদ্ধক্ষেত্র ইউক্রেনের লাশের ছড়াছড়ি। আতঙ্কের মধ্যে বাংকারের নিচে আটকে হাজার হাজার ভারতীয় মেডিকেল পড়ুয়া। মুমূর্ষ ভয়াবহ পরিবেশ থেকে মাতৃভূমিতে মায়ের কোলে ফিরে এল তিন পড়ুয়া।


৪. কামারহাটি:-মদন মিত্রের সাথে নির্দল প্রার্থী সোমনাথ রায় চৌধুরী

কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড নির্দল প্রার্থী সোমনাথ রায় চৌধুরী তৃণমূল কংগ্রেস কর্মী হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জোড়া পাতা প্রতীকের নির্দল প্রার্থী হিসেবে জনতা জনার্দন এর সমর্থনে নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার ফল প্রকাশের পরেই দেখা করতে দক্ষিণেশ্বরে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের সাথে।


৫. রামপুরহাট:-রামপুরহাটে তৃণমূলের অভিনব উদ্যোগ

পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রামপুরহাট ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী প্রার্থী বেবি মন্ডলের হয়ে দেওয়াল লিখন মুছে দিলেন ও ব্যানার পোস্টার সরিয়ে দিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন।


৬. দুর্গাপুর:-রাস্তা অবরোধ করে বিক্ষোভে তৃণমূল কর্মী সমর্থকরা

উত্তরপ্রদেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে প্রতিবাদ তৃণমূল কর্মী সমর্থকদের। যোগী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে ২৫নং ওয়ার্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।


৭. চন্দ্রকোনা:-ম্যাজিক দেখিয়ে সচেতনতার বার্তা

মানসিক রোগীদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দফতরের উদ্যোগে ম্যাজিকের মাধ্যমে সাধারণ মানুষদের প্রতি বার্তা দিচ্ছেন। আজ চন্দ্রকোনা টাউনের বাসস্ট্যান্ডে দেখা গেল এরকম কর্মসূচি আয়োজিত হয়েছে। সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষরা গিয়ে ম্যাজিক শো দেখছে এবং মূল্যবান বক্তব্য রাখছেন মানসিক রোগীদের উদ্দেশ্যে।


৮. তমলুক:-পথ দুর্ঘটনা কমাতে পথে নামল প্রশাসন

কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্কুল কলেজ চালু হওয়ার পর থেকে জেলা জুড়ে বাড়ছে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কমাতে, সচেতনতার বার্তা তুলে ধরতে এবার পথে নামল জেলার প্রশাসনের আধিকারিকরা। স্কুল শুরু এবং স্কুল শেষ হওয়ার দুটি সময়ে এলাকায় এলাকায় আধিকারিকরা প্রতিদিন উপস্থিত থাকবে বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজি।


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 03-03-2022 - RusLar.Me