তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত হল বিধানসভা। বিধানসভার ভিতরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আজ, সোমবার বগটুই-কাণ্ডে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিন বিধানসভার শুরু থেকেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।বগটুই-কাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জবাবদিহিও দাবি করেন তাঁরা।স্পিকার সেই আর্জি খারিজ করে দিলে বিজেপি বিধায়করা স্পিকারের দিকে ধেয়ে যায় বলে অভিযোগ। সে সময় পুলিসের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়কদের।
এই সময় তৃণমূল বিধায়করাও ওয়েলে নেমে আসেন। শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। অভিযোগ, এই সময় শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘুঁসি মারেন। অসিত মজুমদারের নাক ফেটে যায়। অসিত মজুমদারের কথায়,
আক্রমণের ঘটনা ঘটে বিধানসভার নিরাপত্তাকর্মী ও মহিলা কর্মীদের উপরও।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পরিকল্পনা করেই এই নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বিজেপি। রাজ্যে অচলাবস্থা তৈরি করতে একের পর এক পরিকল্পনা সাজাচ্ছে গেরুয়া শিবির। ফিরহাদ হাকিম বলেন,
অপরদিকে বিজেপির দাবি, তৃণমূলের বিধায়ক গুণ্ডারা বিজেপি বিধায়কদের উপর হামলা চালিয়েছে। তাদের ৭ জন বিধায়ক আহত হয়েছেন। সাদা পোশাকের পুলিসকে বিজেপির উপর হামলা চালাতে ব্যবহার করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষভাবে কাজ করছেন না বলেও দাবি করা হয়।
এদিকে এই ঘটনার পরেই বিধানসভার স্পিকার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক শর্মা ও নরহরি মাহাতোকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে চুঁচুড়ায় তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।তাদের বক্তব্য, রাজ্যে বিজেপি গুন্ডাবাহিনী নৈরারাজ্যের বাতাবরণ সৃষ্টি করেছে। বিভিন্ন জায়গায় তারা গুন্ডামি করে বেড়াচ্ছে। আজকের রাজ্য বিধানসভায় যে কান্ড ঘটালো বিজেপি নির্বাচিত বিধায়করা, তা নজিরবিহীন।
#bidhansava #westbengalgovt #bjpvstmc
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: