খাস কলকাতাতেই ব্যর্থ গেরুয়া শিবিরের বনধ

Просмотров: 19   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
রাজ্যের পুরভোটে সন্ত্রাস, ভোটলুঠের অভিযোগ তুলে আজ, সোমবার রাজ্যে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু আজ বাংলায় কোনও বনধ হবে না আর সেই সঙ্গে স্কুল-কলেজ-দোকানপাট-গাড়ি চলাচল সব স্বাভাবিক থাকবে বলেই স্পষ্ট ভাবে জানানো হয়েছে নবান্নের তরফে। আর বনধ সফল করতে না দেওয়ার একটি ছবি ধরা পড়ল খাস কলকাতাতেই। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ আয়োজিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল কলকাতার বিধাননগরের আই বি ব্লকের খেলার মাঠে।

এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম মন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ৩৪নং এর পৌরপিতা রঞ্জন পোদ্দার ফুটবলার হাবিবুর রহমান মন্ডল এবং অমিতাভ চন্দ্র। লেবার কমিশনার জাভেদ আক্তার, শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সুমিতা মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানালেন, সারা রাজ্য থেকে প্রায় ৫০০ জন শ্রমিক পরিবারের সদস্যরা আজকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ফলে বলাই বাহুল্য, গেরুয়া শিবিরের ডাকা বনধকে একেবারেই উপেক্ষা করে শুরু হল রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদ পরিষদ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর প্রতিযোগিতাকে ঘিরে সপ্তাহের শুরুতেই ক্রিয়াপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া।
#bjp #stick #বিজেপিটিএমসিপি

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  খাস কলকাতাতেই ব্যর্থ গেরুয়া শিবিরের বনধ - RusLar.Me