দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 04-03-2022

Просмотров: 10   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-বাড়ছে শহরের তাপমাত্রা

বাড়ছে শহরের তাপমাত্রা। দুপুরের রোদে ইতিমধ্যেই গলদঘর্ম হতে শুরু করেছে বাঙালি। মার্চের শুরুতেই পারদ চড়েছে ৩২°তে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলি শুকনো থাকায় সেখানেও বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া বিদদের কথায়, ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।


২. বেলুড়:-বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি অনুষ্ঠান

ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭ তম জন্মতিথি পরম ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে উদযাপন হচ্ছে বেলুড় মাঠে। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে আজকের পূজার অনুষ্ঠানের সূচনা হয়। উষা কীর্তন, বেদপাঠ, স্তবগান কথামৃতপাঠ, ধর্মসভা প্রভিতি নানান অনুষ্ঠানে সুসজ্জিত আজকের বেলুড় মঠের ঠাকুরের জন্মতিথি অনুষ্ঠান।


৩. কাঁথি:-দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা


দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারজনের। আহত হয়েছেন অটো চালকসহ আরও নয়জন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুর মধ্যস্থলে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


৪. খড়্গপুর:-দলীয় কর্মীকে হেনস্থার অভিযোগ বিধায়ক হিরনের বিরুদ্ধে

দল বিরোধী কাজ কর্ম করায় দলেরই এক কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠল বিধায়ক হিরনের বিরুদ্ধে। অভিযোগ, হিরনের নির্দেশেই তার কিছু লোকজন মারধর করে দলীয় কার্যালয় থেকে বের করে দেয় চঞ্চল কর'কে।

৫. গোঘাট:-রামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি পালন কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে

শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি পালন হল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে। মহা সমারোহে ধুমধাম করে দিনটি উদযাপিত হয়। প্রতিবছরের মতো এবছরও বহু দূর দূরান্ত থেকে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্তরা আসেন এই কামারপুকুরে আজকের দিনটি তাদের কাছে অন্যান্য দিনের তুলনায় অন্যতম শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম ভিটা কামারপুকুর রামকৃষ্ণ মঠ সেখানে এসে উপস্থিত হয় বহু দূর দূরান্ত থেকে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা।



৬. নদিয়া:-চাঞ্চল্যকর ঘটনা নদীয়ার ধানতলায়

নিজের তৃতীয় স্ত্রী কে হত্যা করে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে সিমেন্ট ঢালায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শংকর পুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, দিন পনেরো আগে স্বামী-স্ত্রী অশান্তির পর স্বামী রবীন্দ্র নাথ রায় তৃতীয় স্ত্রী মাম্পি কে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য নিজের বাড়ির সিঁড়ির ।


৭. চুঁচুড়া:-ইউক্রেন থেকে সুস্থ শরীরে বাড়ি ফিরল ব্যান্ডেলের পুষ্পিতা

মাসখানেকের মধ্যেই ফিরতে হল ঘরে। ব্যান্ডেলের পুষ্পিতা ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গেলেও শেষ পর্যন্ত সেখানকার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির জন্য তাকে ফিরে আসতে হল। সুস্থ শরীরে কন্যা বাড়ি ফেরায় স্বস্তি মিলেছে মা বাবার।

৮. দক্ষিণেশ্বর:-শান্তির বার্তা নিয়ে শান্তি মিছিল

রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে "যুদ্ধ নয় শান্তি চাই" এই বার্তা নিয়ে শান্তি মিছিল। মিছিল আয়োজন করেন কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক।


৯. রায়গঞ্জ:-টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার গ্রামপঞ্চায়েত প্রধান

বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রামপঞ্চায়েত প্রধান টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার। সাতদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর গ্রামপঞ্চায়েতে।


১০. বনগাঁ:-প্রতিবাদী বিক্ষোভ বনগাঁয়

ভোটের দিন ১৮ নম্বর ওয়ার্ডে হিংসার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগে ৪ নির্দল কর্মীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে তাদের পূর্ব পাড়া এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।


১১. মহিষাদল :-পানীয় জলের অভিযোগে রাজ্য সড়ক অবরোধ

দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে একমাস হল স্কুল কলেজের পঠনপাঠন চালু হয়েছে। স্কুলে পানীয় জলের সমস্যার অভিযোগ তুলে মহিষাদল-গেঁওখালী রাজ্য‌ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল রাজচকের রাজচক নিউ প্রাইমারি বিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয় অভিভাবকরা।


১২. কাঁথি:-কাঁথি পুলিশের বিপুল সাফল্য

পুলিশের নাকা চেকিং বিপুল সাফল্য। কাঁথি এগরা জাতীয় সড়কে বিপুলসংখ্যক গাঁজা উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে চেকিং করার সময় একটি সেডান ক্লাস মারুতি গাড়ির গাড়ির পেছনের সিটের ঠেস দানিতে বেশ কিছু পকেট গাঁজা উদ্ধার হয়।
#newsbuleting #newsexpress #speednews

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

/rebelindianews/

রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 04-03-2022 - RusLar.Me