দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express ১০-০২-২০২২

Просмотров: 6   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-রাজ্যজুড়ে অকাল বর্ষণ

পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে শেষ মাঘেও অকাল বর্ষণ রাজ্যজুড়ে। সকাল থেকে দুর্যোগের জেরে মেঘাচ্ছন্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। পাশাপাশি ঝঞ্ঝার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় সকালের দিকে কুয়াশার আস্তরণে মূড়ে থাকল তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দু’একটি জেলায় কয়েক পশলা বৃষ্টিও হয়েছে।


২. দিল্লি:-দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর ঘটনা। তবে স্বস্তির খবর, আক্রান্তের হার ও সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ৩২১ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন।


৩. কুলতলি:-ফের কুলতলিতে বাঘ বন্দি

ফের কুলতলিতে বাঘ বন্দি। বুধবার সকালে দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর এলাকার পেটকুলচাঁদ গ্রাম সংলগ্ন এলাকার নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। তারপরেই গ্রামবাসী খবর দেন বনদফতরকে। খবর পাওয়া মাত্রই বনদফতরের তরফে পুরো এলাকা ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়, পাতা হয় খাঁচা। তারপরই ভোররাতে খাঁচাবন্দি হয় এক রয়েল বেঙ্গল টাইগার। বারংবার ওই একই এলাকায় বাঘের লোকালয়ে চলে আসায় যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী।

৪. পটাশপুর:-চায়ের দোকানে কথা কাটাকাটি থেকে গুলি

চায়ের দোকানে বসে কথা কাটাকাটি, হাতাহাতির পরে গুলি চালানোর ঘটনা ঘটল। বুধবার রাতে এই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ব্লকের বড় উদয়পুর এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। স্থানীয় বাসিন্দা সঞ্জীব নায়ক কর্মসুত্রে কলকাতায় থাকেন। বাড়ির পাশে একটি চায়ের দোকানে এক প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে দুজনের মধ্যে রাজনৈতিক কথা বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।


৫. কলকাতা:-৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতুর যান চলাচল

৬ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুর যান চলাচল বন্ধ রাখতে চলেছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস। আগামী ১৩ তারিখ সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সেতুর উপর যান চলাচল বন্ধ থাকবে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত বলে সুত্রের খবর। সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


৬. উত্তর ২৪ পরগনা:-বিশাল হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন

প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ আমবাড়িয়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ বর্মণের উদ্যোগে বিশাল এক হরি নাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই হরি নাম যজ্ঞের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সাধু-সন্ন্যাসীরা ও ইমামরা উপস্থিত থাকার পাশাপাশি বিদেশ থেকে বহু কৃষ্ণ ভক্ত উপস্থিত হন।


৭. কলকাতা:-দেবের পর ডাক পড়ল অনুব্রতর

সাংসদ-অভিনেতা দেব-এর পর এবার CBI ডেকে পাঠাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে তলব করা হল অনুব্রতকে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় CBI দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। পুরসভা নির্বাচনে ঠিক আগে আবারও অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানোয় এতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে তৃণমূলের একাংশের মত।


৮. তমলুক:-রক্তের অভাব দূর করতে এগিয়ে এল জেলাশাসক

জেলায় রক্তের অভাব দূর করতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূণেন্দু মাজী। কোভিডের জন্য় সেইভাবে রক্তদান শিবিরের আয়োজন করা যায়নি। ফলে জেলা রক্তের অভাব দেখা দেয়। সেই অভাব দূর করতে বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবির। এদিন ২০০ জন রক্তদান করেন।

৯. কলকাতা:-বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সব উদ্বাস্তুরা জমি ও ঘর পাবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিক ল্যান্ডে যারা দীর্ঘদিন বসবাস করছেন তাদেরকেও তোলা যাবে না বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর এটা হলেও সব উদ্বাস্তুরা গর্ব করে এবার নিজের ঠিকানা লিখতে পারবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

#bengalinews #newsbuleting #topnews #hotnews #rebelindianews

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express ১০-০২-২০২২ - RusLar.Me