আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে আখাউড়া রেলওয়ে জংশন।
পাল্টে যাচ্ছে আখাউড়া রেলওয়ে জংশনের চিত্র, বাড়ছে যাত্রী সুবিধা
আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের চিত্র। অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে প্লাটফর্মের সংখ্যা। এতে দেশ ও ভারতে চলাচলকারী যাত্রীরা আধুনিক সেবা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।