বসন্ত এসে গেছে...আকাশে-বাতাসে আজ কোকিলের ডাক। দিন কয়েক পরেই রংয়ের উৎসব। রং খেলায় মাতবে আপামর বাঙালী। বাজারে দেদার বিকোচ্ছে রং,আবির। বর্তমানে রাসয়ানিক আবিরে ছেয়ে গেছে বাজার। যা থেকে ত্বকের ক্ষতির পাশাপাশি চোখেরও আমূল ক্ষতির সম্ভাবনা থাকে। তাই ফুল-ফল, শাক-সব্জি থেকে ভেষজ আবির তেরীতে জোর দিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
বিগত বছর কয়েক ধরে রাসায়নিক ছাড়া রঙীন আবির তৈরী করে চলেছে এই বিজ্ঞান সংগঠন। শুধু তৈরীই নয়,সাধারন মানুষকে ভেষজ আবির তৈরীর হাতেকলমে প্রশিক্ষন দেওয়া শুরু করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র। রবিবার ব্যান্ডেল বালিমোড় এলাকার পিআরসি ভবনে স্কুল-কলেজ পড়ুয়াদের এই ভেষজ আবীর তৈরীর প্রশিক্ষন দিল সংগঠন।
সংগঠনের পক্ষে সুহাস ভট্টাচার্য্য বলেন,
ভেষজ আবিরে কোনভাবেই ক্ষতির সম্ভাবনা নেই। আর সেই ভেষজ আবির তৈরীর টিপস ঘরে বসেই দিয়ে দিলেন সংগঠনের অন্যতম সদস্য শুভ্রা ভট্টাচার্য।
সংগঠনের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ কথায়,
বসন্ত উৎসবের মুহূর্তে রঙীন হয়ে ওঠার দিনে এই ভেষজ আবির একদিকে যেমন পরিবেশ বাঁচবে অন্যদিকে তেমনই আর্থিক ক্ষেত্রেও স্বাবলম্বী করে তুলবে বহু মানুষকে। ফলত, সব মিলিয়ে এই মহান কর্মযজ্ঞ নজর কেড়েছে বহু মানুষের।
#basantautsab #harbalcolors #holiutsav
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: