জন্মগত প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে চায় ঈশিতা মণ্ডল

Просмотров: 36   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
মুখে নেই ভাষা, জন্ম থেকেই বধির। মানুষের মুখে উচ্চারিত কোনো শব্দ শোনার সৌভাগ্যও হয়নি তাঁর। মনের কথা মুখ ফুটে বলতেও পারেনা কাউকে। মানুষের মুখের ইশরা দেখেই অনেক কষ্টে সবকিছু বুঝতে হয় তাঁকে। জন্মগত প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে চায় ঈশিতা মণ্ডল। তাই জন্ম থেকে মূক বধির হলেও অন্য ছাত্রীর সঙ্গে পাল্লা দিয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন কাঁথির এক ছাত্রী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামের দশম শ্রেনীর ছাত্রী ঈশিতা মণ্ডল। এবার আর পাঁচটা পড়ুয়ার মতোই আজ থেকে মাধমিক পরীক্ষায় বসল সে৷

জানা গিয়েছে, অভাব অনটনের সংসারে ঈশিতার বাবা লালমোহন বাবু যখন জানতে পারেন, মেয়ে শ্রবণ শক্তি ও বাক শক্তি হারিয়েছে। তখন থেকেই লালমোহন বাবুর জীবনে শুরু হয় এক নতুন সংগ্রাম। মেয়েকে বাক শক্তি ও শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা চিকিৎসকদের কাছে ছুটে বেবালেও চিকিৎসকরা জানিয়ে দেন মেয়ে চিরতরে বাক শক্তি হারিয়ে বধির হয়ে গেছে।

মূক বধির ছাত্রী ঈশিতা মণ্ডলের বাবা লালমোহন মণ্ডল বলেন

চিকিৎসকদের কথা শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন কাঁথি পুরসভা অস্থায়ী কর্মী লালমোহন মণ্ডল। নিজের মনকে শক্ত করে মেয়েকে পড়াশোনায় উৎসাহ জোগাতে থাকেন।

মূখ বধির ছাএী ঈশিতা মণ্ডলের মা ছন্দা মণ্ডল বলেন.. জন্মগত ভাবে মূক ও বধির শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আলাদা। এই কারণে এদের শিক্ষাদান পদ্ধতিও আলাদা। প্রাথমিক শিক্ষা মূক ও বধির স্কুলে নিলেও পরে সাধারণ ছাত্রীদের সঙ্গে কাঁথির চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করে ঈশিতা মণ্ডল। স্কুলের শিক্ষিকাদের সহযোগিতায় প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে করতে ঈশিতা আজ মাধ্যমিক পরীক্ষার্থী।

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  জন্মগত প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে চায় ঈশিতা মণ্ডল - RusLar.Me